Sanjay Karmakar
Top contributor
·trpSodoensgh5f48ig9u3cgmfcu198mg01mahhm9h1
7h935t5l23hhuuui55  ·
(বি.দ্রঃ যারা ইতিপূর্বে পূর্বের পর্বগুলি পাঠ করেছেন তারা ইচ্ছে হলে কেবলমাত্র তৃতীয় পর্ব পাঠ করে দেখতে পারেন)
I

কৃষ্টি কলায় বিবিধতা তার লোকাচারে নানা নানা
বিরাজে মাতায় বক্ষে সে লয় সুশোভন সজ্জনা।।
পাঞ্জাবে চ্ল গিদ্ধা নাচে্র আসামেতে চল বিঁহু
ছৌ নাচে জন আদিবাসী তায় তপ্ত যে হয় লহু।।
মহাদেব তার মহিমা অপার পার্বতী তার রমা
রক্ষ দমনে অকাল বোধনে মর্তে আসেন ঊমা।।
শ্রীরাম তাহার সুশাসনে তার ধন্য এদেশ ধাম
আদর্শে তার এ দেশ শাসিত নহে হীন নই ম্রিয়মান।।
ব্রহ্মা এদেশ বিষ্ণু এ দেশ ধর্মে মহান মাতে
পুণ্য সলিলা গঙ্গা মাতায় প্রবাহিত হয় খাতে।।

ii

হরি তার ধাম সহায় সদাই তার নাম করি জপ
বিনাশে সকল বাধায় বিপদ করিলে তাহার স্তব।।
এ দেশ মহান মর্মে তাহার মননেতে মানবিক
বিভায় তার ওই উজল ধারায় উজ্জ্বল হয় দিক...
হরি তার ধামে হুঁশ আর মানে বিবেক বোধনে তার
এ দেশ সমতা ঐক্যে এ দেশ এ দেশ মমতা তার।।
এ দেশ স্নেহ প্রীতির বাঁধনে এ দেশ আমার মাতে
গরবে তার ওই হৃদয় আকাশ প্রশমিত মৌতাতে।।
নাই হানাহানি আর গরবিনী মাতায় স্তুতিতে তার
বিশ্বে এ দেশ বিবেক বোধেতে তার জয় জয়াকার।।

III

এ দেশ কানাই রাখাল তাহার সুমধুর মনোহরা
ধন্য এ দেশ মায়া তার বোধে স্নেহের বাঁধনে গড়া।
লৌকিকতায় উদার এ দেশ নাই দ্বেষ নাই দ্রোহ
সম্পৃতির ওই নিগুঢ় নিহার কনক শোভিত গৃহ।
ভায়ের এ দেশ, এ দেশ মায়ের সম্ভ্রমের ওই দেশ
ভালোবাসা প্রাণ প্রীতির পরশ অরিতার নাই লেশ।
কর্মে এ দেশ মর্মে এ দেশ শ্রেষ্ঠ এ দেশ ভুমি
উন্নত শির হৃদয় অলক এ চরণ মাতার চুমি।।