Sanjay Karmakar
6m ·
কৃষ্টি কলায় বিবিধতা তার লোকাচারে নানা নানা
বিরাজে মাতায় বক্ষে সে লয় সুশোভন সজ্জনা।।
পাঞ্জাবে চ্ল গিদ্ধা নাচে্র আসামেতে চল বিঁহু
ছৌ নাচে জন আদিবাসী তায় তপ্ত যে হয় লহু।।
মহাদেব তার মহিমা অপার পার্বতী তার রমা
রক্ষ দমনে অকাল বোধনে মর্তে আসেন ঊমা।।
শ্রীরাম তাহার সুশাসনে তার ধন্য এদেশ ধাম
আদর্শে তার এ দেশ শাসিত নহে হীন নই ম্রিয়মান।।
ব্রহ্মা এদেশ বিষ্ণু এ দেশ ধর্মে মহান মাতে
পুণ্য সলিলা গঙ্গা মাতায় প্রবাহিত হয় খাতে।। (ক্রমশঃ)