Sanjay Karmakar
eSoonrspdti865fhuhcfmfi2u203mmmmmc1l321hfguhh871acamh0if17f8 ·
নিশি তমা তার আঁধার কাটিলো
পশিলো কিরণ তাহে-
ভানুকর তার দিব্য বিভায়
দিকে দিকে রব জগৎ সভায়,
কাব্য গীতির মোহে।।
আজিকার দিনে স্মরিনু তাহার
সে পথ পরিক্রমা-
কত শত গান কত না চেতনা
সুর তাল লয় তাহারি দ্যোতনা,
হৃদয়েতে আছে জমা।
আমি ভালোবাসি শিউলি বকুল
ভালোবাসি সুর তাল-
পেয়েছি সে ফুল সুঘ্রাণ তাহার
গিরিখাতে তার সে ঘ্রাণ সম্ভার,
রবির কিরণে লাল।
নিশি তমা তার আঁধার কাটিলো
পশিলো কিরণ তাহে-
আসিলো সে জন বঙ্গ তনয়
গর্বে এ দেশ তাহারি প্রণয়,
প্রণতি তাহারি গাহে।।