Sanjay Karmakar
Top contributor  · 1d  ·

"ভ্রম"

দু-দিনের জীবনেতে এসেছি গো অবণীতে
কেহ কি গো পেরেছে কি ওই পারে কিছু নিতে!!
প্রাণ সে তো মহা ভ্রম
শ্বাস গেলে যায় দম,
তবু সবে রণে মাতে-দিশা হীন প্রেম প্রীতে।

তাই ব্যথা লাগে প্রাণে ভাবি মন আনমনে
লিখে চলি সাদা কালো জনমনে জাগরণে।
চাহিদার কিছ নাই
আছে প্রেম ধনটাই,
চাহি ধরা ভেসে যাক মানবের জয়োগানে।

"ভালোবাসা"

ভালোবাসা ঊষার আলোক-
ঐশীর আরাধন
ভালোবাসা দিব্য দেবায়
নাহি কায় নাহি তন।

হীরে মানিক নয় কো সোনা-
নয় কো ইমারত-ও
প্রেম তো অমোঘ ধ্রুবক তাহা
শর্ত নাহিক ব্রত।

সোহাগ দিয়ে বাঁধলে ঘর
হোক না সে ঘর শন ও খড়,
ঐশী সে ঘর ভাঙন রোধে
আসুক না ঝড় শত।

"ইলিশ"

ইলিশ!! কি কস মিয়া!!
সাহস তো তোর ভালা,
শুনেই আমার চমকে পিলা...
হৃদয় ফালা ফালা।

একটা মাছ-ই জ্যান্ত কাঁচি
কচর কচর কাটে,
শুন রে শ ম, এ সব মোহর
নয় রে মোদের বটে!!