Sanjay Karmakar
21h
  ·
মাথার ব্যামো ডান ও বাম-ও উপর কিবা নিচে
ভাগ্য য'দিন নাচ-ও ত'দিন তেমন তেমন বাঁচে।
আজ আছি কাল নাই তো ধরায়
কাল বয়ে যায় ত্বরায় ত্বরায়,
কি আর করা ভাঙাগড়া-যাই গো কিছু রচে!