Sanjay Karmakar
oeptdosrSngu052l5ma5c2m0uh175afu9ttwiu2ol7Jt62g5ns371h89tu1·
মানবতা আজি খাদের কিনারে-লোহিত আজিকে ধরা
দেশে দেশে রণ রক্ত লহুতে ভাসিতেছে সসাগরা।।
শিশু কচি মাতা-লক্ষী তনয়া বজ্র বারুদে হত
বহ্নি সে তার দাবাদনে তার নিধাঘে বাড়িছে ক্ষত।।
কেহ নাই পথে শান্তিরো রথে-কান্ডারী কায় মনে
কত শত হত লক্ষ নিযুতো-পথে পথে অনশনে।।
কবিতা আজিকে বিরসো বদনে-রোদনে কবির করে
দহনে সে তার মর্ম বিহারে-অশ্রু শুধুই ঝরে।।
ভাবনার তরী করে যায় ফেরী বেদনার রঙে ফিকে
বিঁধিত সে বাণ বক্ষে লয়ে সে-লেখনিতে যায় লিখে।।
হায়েনার দলে প্রতি পলে পলে নিধনেতে প্রাণ শত
নিঠুরতা তার নিলয়ে বাহিত কবি আজি আশাহত।।
কোন সে দিশাতে ধাবিতেছে তরী কোন সে মতির ভ্রম!!
নিহত কী আজ নীতির বিলোপে-এ মন বিচ্ছুরণ।।
এ মন গোলাপী; প্রেমের এ মন-নাই কী হরিৎ আজি!!
বিকার ও বিধায়ে রক্ষ লোলুপ দিকে দিকে রণ সাজ-ই।।(চলবে)