Sanjay Karmakar
Top contributor ·14h ·
বারবেলা ছেলেখেলা নয় ওগো কবি সাব
শত গ্লানি অভিমানী ছলা কলা ছয়লাপ!!
যত কিছু পেয়েছিগো জ্ঞান তারি গড়িমা
দিতে সব ই হবে দিতে-যাহা কিছু জ্ঞান জমা।
নব যারা নবীনেতে কাঁচা যারা বুদ্ধিতে
চলে যাব তবু দিব এই রাখো আকুতিতে।
তবে ধরা মনোহরা হবে শুনো শুদ্ধিতে
জাগো প্রাণ আজি তারি শুভ তারি প্রেম প্রীতে।
(নাম মনে নেই তবে গতকাল কোনো এক কবি তার লেখাতে জীবনের শেষবেলাকে বার বেলা আখ্যা দিয়ে শত ধিক্কার জানিয়েছিলেন, সেখানে কমেন্ট করতে গিয়ে লেখাটি লিখেছিলাম। আমার লেখাটিতে বারবেলা অর্থাৎ জীবনের শেষ বেলার মহিমা বর্ণনা করা হয়েছে। ব্যাক্তি জীবনে একজন বিভিন্ন ছলা কলা শত গ্লানি থেকে যা কিছু জ্ঞান অর্জন করেন সেই জ্ঞান যারা নবীন কচি কাঁচা তাদের মধ্যে বিতরণের মাধ্যমে এক উৎকৃষ্ট পৃথিবী অর্জনের বারতা দেওয়া হয়েছে। সেই হিসাবে জীবন সায়াহ্ন এক উৎকৃষ্ট সময় হিসাবে বর্ণিত হয়েছে।)