Sanjay Karmakar
pdtnorSeos0t9h63g40cg211u81g9tu59gh3t41845m0g0ah74itt2lt55i3·
ক্ষমতার ক্ষীর
অতি সুনিবিড়
সুধাময় তা-তো;
পেলে পরে পাতে
রই দুধে ভাতে
মন ভরে নাতো;
যারে তারে দ'লি
কষে জাল ফেলি
জীবনের ব্রত;
মাল কড়ি ঠাসা
রয় সদা বাসা
দিন কিবা রাত-ও।।
ক্ষমতার ক্ষীর
হই বড় বীর
বানরের মতো।।