Sanjay Karmakar
Top contributor · 2d ·
বিশ্ব যখন মুখ ফিরালো
বাংলা তখন উদে
শিখর পানে জয়ের গানে
ফুটলো কমল হৃদে।
প্রতাপ যেথায় গগন চুমে
আর গড়িমা তার,
পদ্মাসেতু এক সাধনা
হার না মানা হার।
সৌদামিনী তোমায় চিনি
লৌহ মানবী তুমি
গর্ব মোদের বক্ষ মাঝে
সোনার বঙ্গভূমি।
সবিস্তারে তোমার কথা
অল্পে আমি কই
বাংলা ভূমের তাজ যে তুমি
আকাশ সাগর ভূঁই।