Sanjay Karmakar
16h
  ·
অহং বোধে মত্ত মোরা বোধের বালাই!! বালাই ষাট
তার চেয়ে ভালো মরাই বলো চুকেই গেলে জীবন পাঠ!!
গরব মোদের ধন আর মান
আর বোধে ভাই নাই রে মন,
(আমরা) অহংকারী পায়ায় ভারি, সাম্য যাহা রই না সাথ।