Sanjay Karmakar
Top Contributor
· 18m ·
কন্ঠ যেথায় রুদ্ধ তথা
কাব্য সেথায় ব্রাত্য রয়
মন দরিয়ায় কন্টকেতে
শেলের ঘাতে বিদ্ধ হয়।।
গরল বায়ু বইতে চলে
বজ্রাঘাতে হৃদয় তরী
উদাস আকাশ সঞ্চারণে
শূলের সে ঘাত সইতে নারি।।
বাক্যহীনে বাদল ঝরে
এ পার নদেয় ক্ষিপ্ততায়-
মন মদিরায় বহ্নি ছোটে
দাবদাহের তীব্রতায়।।
এই পৃথিবী মুখর অতি
ভাব ধারা তার স্রোতের টানে
বাক্যহীনে হৃদয় ঝরে
কাব্য কি আর তার বিহনে!!