Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
1d
·
সেই দিন ছাড়া পেয়ে
ধেই ধেই নাচছিল
নদী পারে ঘাস তারে
জোরে জোরে ডাকছিল।
সাঁই সাঁই দৌড়ে
সেই ডাকে মৌ-রে-
যেই গেছে নদী পারে
চোর আর বাটপারে,
খপ করে ধরে তারে
বাঁধে কশে ঘেটি-টারে।
তারপর হই চই
বাঘুটার ঘোঁজ নাই
বাড়ি বাড়ি হানা তাই
নাই নাই নাই নাই।
আসলে সে বাঘুটারে
খেয়েছিল বাটপারে।
পেট ভরে।