আমি যেমন আমার বন্ধুর মা বাবাকে নিয়ে লেখা কবিতাটি কবিতার আসরে দিয়েছিলাম আজ খুব ভাল লাগলো আমার সেই বন্ধুটি তার বাবা মায়ের ছবিটি ফেসবুকে আমার লেখা কবিতাটি দিয়ে পোষ্ট করেছে। লাইক দিলাম সেই ছবিতে। যাই হোক তারপর আমার বন্ধু তার ছেলেকে যেই না ধমক দিয়েছিল পড়তে বসতে সেই মুহুর্তেই আমি মুখে মুখে বলে উঠলামঃ-
পড়াশোনা করে যে
গাড়ি চাপা পড়ে সে,
মূর্খ যে হয় ছেলে
হীরে মোতি তারই মেলে!!
আধুনাতে বোধহয় এমনটাই হয়, ভাবছি। আপনি কি বলেন??