Sanjay Karmakar
1d
  ·
জীবনবোধে কিংবা ক্রোধে সাদায় কালোয় চলছে রণ
তার সে জ্বালায় হৃদয় ডালায় পলক খানিক খান্ত নন!!
ও মাঝি তুই ঝঞ্ঝা তুফান
তার মাঝে বেশ গড়লি আপণ,
আর ওই কৃপাণ নয় তো কৃপণ-জীবন বোধে ধরলি পণ।।

(আপণ> দোকান)

(লেখাটি আসরের প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের প্রতি উৎসর্গীকৃত)