Sanjay Karmakar
Top contributor
  ·eontSrdpso471guu7t150u79htg187tfu1ia5c9063h29a8mu8ca0lht213.

মানুষ দু প্রকার
এক সিঁধা মারি সরাসরি
আর দুয়ে অতিমারি-ধীরে ধীরে!!

ইহা ভিন্ন মানুষের আর কোনো জাত নয়
আছে দৃঢ মোর প্রত্যয়।।

কেউ খায় তলে তলে ঘুণ ধরা তাল
আর কেহ মত্ততা হামবড়া চাল।।
কেহ কেহ মন্দিরে কেহ চালে চার্চে
পাড়া দিয়ে পিষে ফেলে রোড শোতে মার্চে।।
মতলবি মন তার বঁধু গৃহে হানাদার
ভাই ভাই আছে আরো হৃদ মনে জমাদার।।
জমিদারি আছে কারো নিষ্প্রাণ মন্দিরে
অবোধেতে চালে চাল আঁটে শত ফন্দি রে।।
দেশ কাল তাল লয় রণ তারি মত্ততা
ছলা কলা ভারি তার জনে জনে শত্রুতা।
ক্রূরতা ও হিংসার রাজ চলে অনিবার
উদ্যমে নাই ভাটা হানাহানি গ্লানি তার।।

আঁকিবুঁকি করি তারি চিন্তনে অতিশয়
কহিলাম যাহা শুনো-সব ই সাচ মহাশয়।।