Sanjay Karmakar
Top contributor
· ·
আমরা করবো আমরা গড়বো- আমরা...............
অশুভের সাথে অরি আর শুভ যাহা প্রাণ-ভ্রমরা, আমরা............।।
দলাদলি যত দলিয়া তাহারে
পদতলে তাহা পিষ্ট প্রহারে,
ধর্ম তাহার কপট বাঁধন
গোঁড়ামির নাশে নতুন ভুবন
বিশ্ব নতুন গড়িয়া, আমরা..................।।
আমরা করবো আমরা গড়বো-আমরা...............
অশুভের সাথে অরি আর শুভ যাহা প্রাণ-ভ্রমরা, আমরা............।।
ভ্রান্ত পথের পথিক যারা শোনো...............।
কাহারি লাগিয়া যতেকো লভিয়া বিত্ত বিষয় ধূল
নিত্য বিবাদ বচসা ও রণ- ঝটিকা সংকুল।
ওইপারে তার সব হারাবার
কতদিন আর ভব পারাবার!!!
ক্ষণকাল আর তার পরে তার-মরণের দিন গোনো।
আমরা করবো আমরা গড়বো- আমরা...............
অশুভের সাথে অরি আর শুভ যাহা প্রাণ-ভ্রমরা, আমরা............।।
দলাদলি যত দলিয়া তাহারে
পদতলে তাহা পিষ্ট প্রহারে,
ধর্ম তাহার কপট বাঁধন
গোঁড়ামির নাশে নতুন ভুবন
বিশ্ব নতুন গড়িয়া, আমরা..................।।
আমরা করবো আমরা গড়বো-আমরা...............
অশুভের সাথে অরি আর শুভ যাহা প্রাণ-ভ্রমরা, আমরা............।।