Sanjay Karmakar
  ·
জগন্নাথের হাত টি ঢুটো করবে আমায় কি!!
দু হাত আমার শক্ত সবল খাচ্ছি খাঁটি ঘি।।
রামের রাজে নাই রে ভীতি
আমার তো ভাই ধনের প্রীতি,
ভয় দেখিয়ে কাম হবে নি দিলেও শত ছিঃ।।
আমরা যেমন বেণী তেমনি রব চলকে যাব নি।।

আমরা আছি থাকবো কবি মশক সকূল কাঁমড়াতে
ধর্ম নিয়ে আগুন জ্বেলে যতেক শঠের হামলাতে।।
বংশ মোদের বাড়বে বই
মশক নিধন যন্ত্র কই!!
বিষের গুলা যতই গুলাও কড়াই কিবা গামলাতে।।

কে কি ক'লো কে বা ম'লো তাতে কি!!
মানব সহায় মন দিলে কই পড়বে নাতো পাতে ঘি!!
ঈর্ষাতে গো মানটি বাড়ে
থাকি মোরা ঠারেঠোরে,
করুক না ভাই কবি সকল করুক না ভাই ছিঃ ছিঃ।।
আমরা যেমন বেণী তেমনি রব চলকে যাব নি।।