আসরের বিশিষ্ট কবি শ্রদ্ধেয় গোপাল সরকার মহাষয়ের লেখা কবিতা,"স্বাধীনতার সুখ" কবিতার মালিকের এই কয়টি কথার বিপরীতে লেখা আমার কবিতাটি"। লেখাটি শ্রদ্ধেয় কবি শ্রী গোপাল চন্দ্র মহাশয়ের প্রতি উৎসর্গীকৃত।

"মালিক আরো বলে যায়, রাজ পাল্টায়, খুব ভাবায়-শাসন স্থির নয়, ভয় হয়! দেশে অভাব, বিশেষ না আয়-উন্নতি-তোর কাজে লাগতে পারে যতি, কিছু কম হলে দুষো না আর, এই মাইনেতে চলা দরকার।"

Sanjay Karmakar
4 hours ago
  ·
কমবে আরো প্রত্যাহার ও!! সর্ষে ফুলে দুচোখ ভরে
দে না ঠাকুর দু হাত ভরে ধন দে মা মালিক তারে!!
আমরা তো রোজ ঢেকিই গিলি
পিছন পানে দেই ও গালি,
(তবু) বুক কাঁপে মা তার সে কথায়-চাকরি তার ওই প্রত্যাহারে!!

আমরা লাচার আচার বিচার আমরা দিছি দস্তখত
সহ্য করাই ধরণ মোদের এ ছাড়া আর নাই কো পথ।।
মালিক যতই পিষবে তলে
সে সব দহন যাই গো ভুলে,
ইহাই মোদের স্বাধীনতার-পাল তোলা ওই গরিব রথ।।

আহার বিহার নিদ্রা যাপন নাই কো কিছুই হাতের পাঁচ
বিধির বিধান অমোঘ ভাবি নইকো মোরা ঠুনকো কাঁচ।।
তাই ভাঙি না পিষ্ঠ হলেও
দহন জ্বালায় যাই না জ্বলেও,
পুতুল নাচের পুতুল মোরা-নাচায় যেমন তেমনি নাচ।।

প্রত্যাহারের ভীতির তলে বুক কাঁপে মন গহীন জলে
কথায় যেমন কাজেও তেমন ভাবছি এ মন না যায় ফলে।।
গেলেও ফলে অতল তলে
জাগবো আবার দীপ্তি বলে,
আমরা ছিলাম আমরা আছি-লুপ্ত না হই যুগ আর কালে!!