Sanjay Karmakar
Top contributor
  ·   ·
আম্পল ডাম্পল
পাড়ছিল আম,
সেই গাছে মগডালে
বসে ছিল ম্যাম।
খ্যান খ্যান গলা করে
বলে দুটো আম দে রে-
নইলে তেড়েমেড়ে
ভেঙে দিব ঠ্যাং।

স্যাম্পল আম্পল
গোটা কয় আম ফল,
টপাটপ খেয়ে বলে
আম দিবে ড্যাম্পল।

রাম শ্যাম যদু মধু
ভাবছিল বসে শুধু-
মাঝখানে আম গাছ
চারিদিকে মাঠ ধূ ধূ!!

ম্যাম নয় মা মরা
গোটা কয় ভ্রমরা!!
রেগেমেগে বলে মধু
খাবে নাকি তোমরা!!

তেড়েমেরে দিল ছুট
রাম বলে দিল কূট-
আম্পল ড্যাম্পল
হোতা হ্যায় বড়া ঝুট।।