ভুলি নাই গুড বাই দিতে হবে একদিন
জীবনের রথো পরি কাল হবে উড্ডীন।
পিছে পড়ে রবে সবে ধন জন বিলাসিতা
বাহুল্যে ছেদ তারি পিছে রবে বাটি ভিটা।
স্বজন ও দূরে যারা মোহময় মায়াঘেরা
বিদায়েতে হৃদয়েতে ক্ষণকাল মন মরা।
তারপর নদী তার-বয়ে যাবে উছলেতে
কিছু নাহি হবে দীন আমি বিনে অবনীতে।
লিখি তাই ওরে ভাই ভুলে সবই মনোব্যথা
জেগে রবো মেদিনীতে কাব্যেই অমরতা।