Sanjay Karmakar
Top Contributor
  ·
19h
  ·
ফুল পাখি আর শিশুর গালে তোমার যে মিল অবিকল
সব ই মেকি নয়কো খাঁটি সাথ দিলে না দুখের কাল।।
আজ ধরণী মোহের ফাঁদে জড়িয়ে পড়ে অনুক্ষণ
রূপের নেশার বেড়াজালেই যাচ্ছে ক্ষয়ে ভেড়ার পাল।।

তন তো মোহ ক্ষণিক সে সুখ প্রেম তো অমর ধাম
নাই বা পেলাম কায়ার সে দেশ প্রেমের আরাধন।।
চন্দ্রাতপেই জুড়বে পরাণ চাই গো ধরায় প্রেমের গান,
ফল্গু ধারায় এ মন হারায় (চাই) অমৃতের ওই প্রস্রবণ।।