আমি পথহারা এক পথিক জেনো
জীবন অনেক চিনেছি
আপনার যাহা সব হারায়ে
আছি শুধু আজ সময়ের দায়ে
জানি সব ই ভ্রম-জগৎ মিছা-
কাব্যে নিজেরে
মিলেছি।
জাগতিক যাহা ছাড়িয়াছি মায়া
নিখিলে সঁপেছি প্রান,
সকলি ভুলিয়া জ্বালিবারে দিয়া
মানবতা জয়োগান।
আজিকে মেদিনী রক্ত রুধির
হিংসার জাল বোনে
রণ দিতে তার-সক্ষমতার
প্রতাপ তাহার তলে।
দিশাহীন জনে অরি আর রণে
প্রতিঘাতে রয় মাতি
দিকে দিকে রণ হুঙ্কার তার
দিয়াছে আঁচল পাতি।
নিলয়ে ব্যাপিত ক্ষেত্র তাহারি
মায়াহীন সংসার,
দিকে দিকে রব ক্রুরতার স্তব
মানবতা সংহার।
আমি পথহারা তাই পথিক জেনো
জীবন অনেক চিনেছি
আপনার যাহা সব হারায়ে
আছি শুধু আজ সময়ের দায়ে
জানি সব ই ভ্রম-জগৎ মিছা-
কাব্যে নিজেরে
মিলেছি।