আমি নীড় হারা এক পথিক একাকী-ছুটিতেছি কাল স্রোতে
কেহ নাহি জন আপনার কেহ জুরাইতে হৃদ ক্ষতে,
আমি নীড় হারা এক পথিক একাকী-ছুটিতেছি কাল স্রোতে...।
কাল প্রবাহেতে আপনার পথে কত শত ভ্রম ভীতি
কত না এঁকেছি জোয়ারে উছল প্রেম পরিণয় প্রীতি।।
স্বয়নে স্বপনে আপনার ধ্যানে আপনি নিহিত ব্রতে
আমি নীড় হারা এক পথিক একাকী-ছুটিতেছি কাল স্রোতে।।
বোঝে নাই কেহ আ্পামর জনে ধ্যান জ্ঞানে মোর যাহা
বোঝে নাই কেহ নিহিত নিলয়ে কিবা মোর চাওয়া পাওয়া।
দিন কয়েক মানসিক পরিস্থিতি ভালো না থাকায় কবিতা থেকে দূরে ছিলাম। আজ এই লেখাটি সম্পূর্ণ করার চেষ্টা করবো।