Sanjay Karmakar
Just now  ·

আমি যে মন; একলা রই
চাই না কারুর সাথ,
কেউ এসে দিক দরাজ দিলে-
চাই না বাড়াক হাত।।  

যারাই উঠে আমার রথে
স্বার্থ নিয়ে খেলে,
বললে ক্রিকেট শচীন তারা
ফুটবলেতে পেলে।।

ছক্কা হাঁকায় কেউ বা গোলে
নাকান চুবান দেয়,
কেউ যদি পাশ ঘেষলো কাছে
আমার লাগে ভয়।।

স্বার্থ আমার নাই কো কিছুই
নাই কো চাওয়া পাওয়া,
প্রেম আর প্রীতির সখ্য গড়ি
বইতে যে চাই খেয়া।।

খেয়াল আমার ডুবতে চলে
নিত্য ডুবি-ই জলে,
ব্যথায় আমার ভুবন ভরে
হর এক পলে পলে।।

তোমরা যারা বইছো মাঝি
কালোয় ঘনায় পল
স্বার্থ দ্বেষ আর অহম বোধে
শঠ শঠতা ছল।।

কাল এলে কী হিসেব দিবে
পরপারের খেয়া,
মিলবে কী আর ওই পারেতে
জান্নাতের ওই ঐ
দোয়া।।