Sanjay Karmakar
dopStserno9572451ant5g7h48g8u06l6maog6g2iu14ftg70wa2J26sh15 ·

আমি গৃহত্যাগী সন্ন্যাসী এক পথে পথে যাই গেয়ে
কিছু নাই সার এ লোক দুয়ার-কালের দণ্ডী বেয়ে।।
বিত্ত বিষয় রতি কাম তার দ্বেষ ও দ্বন্দ্ব হেথা
দিবস ও রজনী ছলনা ও অরি হিংসার কতকথা।
নাই প্রণিধান প্রতিদান তথা বিবেক বোধের সার
অসারেতে মতি ভ্রম তারি প্রীতি অনলেতে সংসার।।
অহি কূলে সবে নরকেতে ভবে-বহ্নির করে চাষ
অবিমৃশ্যকারী; শঠ নর নারী-লাগামের নাই রাশ।।
গৃহত্যাগী তাই পথে পথে গাই প্রেম ও প্রীতির গান
নবদয়ে বোধে কূটঘাতে রোধে রক্ত রুধির বান।।
এ গান আমার স্বর্গ দুয়ার অমরাবতীর ধন
দিবা নিশি জপি ভবলোক ব্যাপী করিতেছি আরাধন।
আমি গৃহত্যাগী সন্ন্যাসী এক পথে পথে যাই গেয়ে
কিছু নাই সার এ লোক দুয়ার-কালের দণ্ডী বেয়ে। (ক্রমশঃ)