আমি গৃহত্যাগী সন্ন্যাসী এক
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
Sanjay Karmakar
dopStserno9572451ant5g7h48g8u06l6maog6g2iu14ftg70wa2J26sh15 ·
(যার ইতিপূর্বে প্রথম পর্ব পাঠ করেছেন তারা শুধুমাত্র দ্বিতীয় পর্ব অবলোকন করতে পারেন)

আমি গৃহত্যাগী সন্ন্যাসী এক পথে পথে যাই গেয়ে
কিছু নাই সার এ লোক দুয়ার-কালের দণ্ডী বেয়ে।।
বিত্ত বিষয় রতি কাম তার দ্বেষ ও দ্বন্দ্ব হেথা
দিবস ও রজনী ছলনা ও অরি হিংসার কতকথা।
নাই প্রণিধান প্রতিদান তথা বিবেক বোধের সার
অসারেতে মতি ভ্রম তারি প্রীতি অনলেতে সংসার।।
অহি কূলে সবে নরকেতে ভবে-বহ্নির করে চাষ
অবিমৃশ্যকারী; শঠ নর নারী-লাগামের নাই রাশ।।
গৃহত্যাগী তাই পথে পথে গাই প্রেম ও প্রীতির গান
নবদয়ে বোধে কূটঘাতে রোধে রক্ত রুধির বান।।
এ গান আমার স্বর্গ দুয়ার অমরাবতীর ধন
দিবা নিশি জপি ভবলোক ব্যাপী করিতেছি আরাধন।
আমি গৃহত্যাগী সন্ন্যাসী এক পথে পথে যাই গেয়ে
কিছু নাই সার এ লোক দুয়ার-কালের দণ্ডী বেয়ে। (ক্রমশঃ)

আমি গৃহত্যাগী সন্ন্যাসী এক
দ্বিতীয় পর্ব

দেশে দেশে রণ প্রহার ও রুধিরে বসুমাতা কাঁদে হায়
নাই মানবতা মনন ও হৃদয়ে দিকে দিকে তমসায়।।
ক্রূরতা আজিকে গ্রাসিছে মেদিনী রণ তারি হুঙ্কারে
বারুদের ঘ্রাণে গগন ও বারিতে প্রহারেতে বারে বারে।।
জননীর মান নাই তারি স্থান হৃদয়েতে দুখ ঝরে
অশ্রু বারিতে তাহারি পেষণে মন নাই ওরে ঘরে।
আমি গৃহত্যাগী সন্ন্যাসী তাই পথ ওই আমার দিশা
প্রভাত ফেরিতে সে বোধ গড়িতে দূর করে অমানিশা।।  
আমি গৃহত্যাগী সন্ন্যাসী এক পথে পথে যাই গেয়ে
কিছু নাই সার এ লোক দুয়ার-কালের দণ্ডী বেয়ে।।
ভবলোক গতে লইবে কি হাতে কহো আজি গণ শুনি
তরী যবে ঘাটে বৈতরনীর;আসিবে আসমান হতে নামি।।
বাঞ্ছা পূরণে মনোরথে নাই বিবেক ও প্রীতির বোধ
জাগতিক মোহে আপনার গেহে শুধু মাগিতেছো সম্ভোগ।।
বিত্ত বিষয় ধন ও গড়িমা পিছে পড়ে রবে সবে
জাহান্নমের বিষ ও জহরে -হিসেব ও পার দেবে।।
আমি গৃহত্যাগী সন্ন্যাসী তাই পথে পথে যাই গেয়ে
কিছু নাই সার এ লোক দুয়ার-কালের দণ্ডী বেয়ে।। (ক্রমশঃ)