Sanjay Karmakar
rsdtSpneoo4mc19c3uimhhfm68a9719t12tml03a32c2lm3l4lah9015t89a  ·

আমি চলে যাব স্মৃতিকণা তার/ মলিনতা গ্রাসে হবে কী মলিন/ তার রূপের বাহার।।/ আমি চলে যাব স্মৃতিকণা তার/ মলিনতা গ্রাসে হবে কী মলিন/তার রূপের বাহার।।/
ভবপারাবারে যবে আসিবে ডোরে/ বাহুডোরে নিতে তারি/অনন্ত লোকে অমৃত তার/ লইয়া আসিবে তরী।।/
আমি চলে যাব/ আমি ভেসে যাব/ অনন্ত সিন্ধু পাবারার/যেথা নাই দুখ প্রদাহ জ্বালার/ নাই কিছু হারাবার।।/আমি চলে যাব স্মৃতিকণা তার/ মলিনতা গ্রাসে হবে কী মলিন/ তার রূপের বাহার।।/
এই ধরা; সসাগরা/ আজি প্রেম প্রীতি নাই ভাইচারা/ দিকে দিকে রণ ভ্রষ্ট দিশায়/ ভ্রমিতেছে পথহারা।।/শিশু কচি প্রাণ জুঝিতেছে রণ/ কত শত রয় ক্লেশে /উত্তাল ধরা বারুদের ঘ্রাণ/ আজি বিস্ফোটে দেশে দেশে।।/
ধার্মীকতায় ধর্মের সার/কিছু নাই আজি সার তারি/ সহিষ্ণুতার ধ্বজা উড়ায়ে/ তারা ঝঙ্কারে অসি তরবারি।।/বিপন্নতায় অ্স্থিরতায়/ ব্যথা জাগে প্রাণ মনে/ প্রহারেতে তার/হইবে কি লয়/ভাবিতেছি আনমনে।।/
চলে গেলে তবে/রইবে কি ভবে/সৃষ্টি ও সমাহারে ভরি/ পাইবে কি প্রাণ/ সমাজ সমীপে/ পারেতে ভিড়িবে তরী ।।/আমি চলে যাব স্মৃতিকণা তার/ মলিনতা গ্রাসে হবে কী মলিন/ তার রূপের বাহার।।/ভবপারাবারে যবে আসিবে ডোরে/ বাহুডোরে নিতে তারি/অনন্ত লোকে অমৃত তার/ লইয়া আসিবে তরী।।/