Sanjay Karmakar
Sptsoeodrnl0ui07h055190008140m281f5g9ulc348u9c9g27f1h7hu53g2 ·
আমি আপনো আলয়ে পরবাসী; রণ-জুঝিতেছি সংসার/আমি আপনো আলয়ে পরবাসী; রণ-জুঝিতেছি সংসার/ আপনার লয়ে বিলায়ে আপনে পড়েছি কাটার হার।।/আমি আপনো আলয়ে পরবাসী; রণ-জুঝিতেছি সংসার।।
কেহ নহে পর আপণ সকলে আপনার প্রতিভাতি/আহারে বিহারে স্বয়নে স্বপনে মন ক্ষয়িষ্ণু দিবারাতি/ক্ষয়িষ্ণু দিবারাতি।।
যে নিলয় প্রেম শুচিতার পণ তা গে্ছে মিলায়ে ক্ষীণ/ শ্রী তে নাহি তার রূপের বাহার দৈন্যতা সীমাহীন।।/ওরে দৈন্যতা সীমাহীন।
তরী তারি দোলে ফুলে ফুলে জলে/ সাঁই সাঁই বহে বায়/ কভূ নায়ে নত মাঝি রয়ে রত/ সহে শত অন্যায়।।
অশান্ত নদে প্রতি পদে পদে শঙ্কায় মন মাঝি/ তরী কি ত্বরিতে সলিলে পতিত/হিসেব তার ওই আজি।।
ব্রজবাসী নহে ব্রজ তার প্রীতি গোকুল চেয়েছি ঘর/ আপনার ঘরে আপণ পেয়েছি; রণ জুঝিতেছি সংসার/আপনার লয়ে বিলায়ে আপনে পড়েছি কাটার হার/পড়েছি কাটার হার।/ আমি আপনো আলয়ে পরবাসী; রণ-জুঝিতেছি সংসার//