Sanjay Karmakar
Top Contributor
· 13m ·
আমাদের ভাষা আমাদের প্রাণ
তুচ্ছ নহে উচ্চে রহে
তাবৎ এ বিশ্বে অম্লান।
গাহি শহীদের গান।
আমাদের ভাষা আমাদের প্রাণ
যারা দিল বলিদান আপনার প্রাণ
তুচ্ছ নহে উচ্চে রহে
তাবৎ এ বিশ্বে
অম্লান।
গাহি শহীদের গান।
হায়েনা দুর্জন করেছিল পণ
নিষ্পেষণের কলে
কেড়েছিল সম্ভ্রম মা বোনের
দিয়েছিল প্রাণ ডলে-
পারে নাই তারা ভেঙেছিল কারা
ভাষার প্রেমিক জাতি
দিয়েছিল প্রাণ লক্ষ নিযুত
বক্ষে ভাষার প্রীতি।
আমাদের ভাষা আমাদের প্রাণ
তুচ্ছ নহে উচ্চে রহে
তাবৎ এ বিশ্বে
অম্লান।
গাহি শহীদের গান।