Sanjay Karmakar
  ·
আমাদের গ্রামে সোনা রোদ্দুরে ফলে
ক্ষেতে ক্ষেতে কৃষকের, রাজ হাঁস জলে।।
আর কোণে আছে তার মাজারের থান
থেকে থেকে শুনি মোরা আজানের আহবান।

প্রত্যুষে হরিনামে মুখরিত আঙিনায়
মন্দিরে ধুপ ধূনা হরিবোল গীত গায়।
শিশু কচি খেলা করে সরোবর তায়
মাঝে নদী বয়ে চলে আমাদের গাঁয়।

বন দিয়ে ঘেরা মোরা ছায়া পথে চলি
উদ্যানে ফুল ফোটে জেগে রয় কলি।
স্নিগ্ধ সে গ্রাম মোর মিলেমিশে রই
হাটে করি বিকিকিনি মুখরিত হই।

মাঝি তার তরী বায় অজয়ের জলে
ছিপ দিয়ে মাছ ধরে ছোট ছোট ছেলে।
পাঠশালা আছে এক মাঠ আছে তার
শিশু সবে করে পাঠ হয় সমাহার।

আরো আছে দীঘি ডোবা মরালের সারি
রূপে রঙে সেরা গ্রাম যেথা মোর বাড়ি।