Sanjay Karmakar
Top contributor
.Ssdoreoptn1h41m4a7mu671223u56f5f0104a00m92al209187l89ul1lhu3·

হায় রে পোড়া কপাল বাছার
কেঁদেই ভাসায় কূল,
নাহ কবি গোড়ায় গলদ
হচ্ছে কিছু ভুল।।

মা ও আছে বাবাও আছে
আছে পাহাড় বন,
থাকতে তারা আর কী লাগে
স্বজন প্রিয় জন।।

এবার তারা ঠিক করেছে
কক্স বাজার যাবে,
সমুদ্দুরের হাতছানি তার
অনেক মজা হবে।

শুভ্র ফেনিল বারির ধারা
লহর তোলা নীর,
নাইবে সেথায় খোকন সোনা
এই বাংলার বীর।

টাট্টু ঘোড়ায় টগবগিয়ে
ঘুরবে রাজার বেশে,
অনেক মজা চুটিয়ে খোকন
ফিরবে ছুটির শেষে।

আপন স্বজন নাই বা হলো
মজার কিছু কম!!
আর সবায়ে স্বজন বাড়ি
খাবে আলুর দম।।