“একান্তে আপন-২য়”(সনেট)
রিম ঝিম বহে ধারা অনন্ত বর্ষণে
মাঠ ঘাট জলময় প্রশান্ত দর্শনে,
মনলোভা ভরা গাঙে কূল ভরা জল
উছলেতে বহে নদী শত তার বল।
মাছরাঙা পাখি গুলি ডানা মেলে ধায়
কবি তার কবিতায় কলি লিখে যায়।
গুরু গুরু গরজনে নাহি থামে ধারা
মাতোয়ারা অজয়েতে আজি জলে ভরা।
বানভাসি শত প্রাণে কান্নার রোলেতে
ঘরবার ভাসিবার দুঃখের দোলেতে।
উঁচু পাড়ে বাসা বাঁধে ত্রিপলেতে গড়া
চারিধার জলময় ক্ষুদা প্রাণ হরা।
পথ পানে চেয়ে থাকে শূন্য আনমন
ক্ষুদা তার নিরসনে-“একান্তে আপন”।