Sanjay Karmakar
enrotSsopdhc31c0ia04aatcag2m1i30263mm983tl923hl5i69u760907mf
  ·
আজি ধরা সৌরভে খরোতার নাই দহ,
শিশিরের সিক্ততা জাগে রতি কাম মোহ;
তব হিয়া কায়া মাঙ্গে-আঁখি তারা পারাবারে,
ফিরে আয়, আয় সখী নাহি চাহি হারাবারে।।

আশায় আশায় তবু পথ চেয়ে থাকি মন;
দুর্যোগ কেটে কবে রাতি হবে সমাপন।।
কাল রাতি গতে আলো ঊষা দিবে আঁখি মিলে,
পরিণয় প্রণিধানে গগনেতে হৃদ নীলে।।

প্রীয়া তারি সম্ভোগে সঁপে দিবে তনু তার,
রাতি আলো উজানেতে দোহে মিলে একাকার।।
বায়ু দিবে বেগ ভারি তুফানেতে হৃদ নীড়ে,
ঘুর্ণির অবসানে স্খলনেতে ধীরে ধীরে।

পল তারি স্বপ্নেতে পুলকতা জাগে মনে,
তনু তারি আহবানে মজি মন নিরজনে।
সরোবরে শত কলি ফোটে নাই দ্রুম তারি,
শোক আর বিলাপেতে সহিতে যে নাহি পারি।।

ফিরে আয় ফিরে আয়-ধারা নিয়ে খরোতায়,
বৈরীতা ত্যাজি ত্বরা উজানেতে বহি নায়।

আজি ধরা সৌরভে খরোতার নাই দহ,
শিশিরের সিক্ততা জাগে রতি কাম মোহ;
তব হিয়া কায়া মাঙ্গে আঁখি তারা পারাবারে,
ফিরে আয়, আয় সখী নাহি চাহি হারাবারে।।