বারিধারা আষাঢ়েতে অঝোরেতে ঝরে গ্রাম
অজয়ের তীর তারি আজি বারি তারি ধাম।
গ্রাম সবে গ্রাসে তারি ডুবন্ত মাঠ ঘাট
রণ চলে তেজে তার আজি তার রাজপাট।
ভেঙে চলে বারি তার নাই চুলা জ্বলে নাকো
আষাঢ়ের ক্রোধ বলে আমা হতে দূরে থাকো।
মাটি ভাঙে পার তার ডুবন্ত বাড়ি ঘর
ভেসে যায় হয় ক্ষয়-ক্ষমা নাই এক টুক ও!!
অজয় তো জয়ী তার বেশ ভূষা কলোরব
মা-ই সেতো পাপ মোরা হীনতায় সাধি ভব।
বাঁধ সাধি রোধ বোধে-জল ছাড়ি বন্যায়
মানুষের গড়া সব ই অজয়ের কিবা ন্যায়!!