Sanjay Karmakar
about an hour ago ·
বদ্ধ কারা এই যে ধরা
মায়া মোহের টান,
শূন্য থেকে মরণ ভাবি
বৃহৎ ব্যবধান।।
কালের স্রোতে এলাম ভবে
কতই এলো গেল,
বৃহৎ কতই ক্ষুদ্র হলো
এক হতে সাত ষোলো।।
কী হবে আর রণ আর পণে!!
প্রেমের গীতিই গাই,
আজ হতে পণ ভালোবাসায়
অহম ফেলো ভাই।।
বিঃদ্রঃ লেখাটি আসরের প্রিয় এডমিন মহাশয় শ্রী পল্লব আশফাক মহাশয়ের প্রতি উৎসর্গীকৃত।