হৃদ তার গতিধারা পতনের সন্মুখে
ক্লেদ তারে গ্রাসিয়াছে ধরণীর দুখে মেতে।
চৌদিকে রণ তার বাজিতেছে শিঙ্গার
কেহ নহে মানব ওই আজি তারি গুণাগার।
ক্রোধ তারি বন্যায় শত প্রাণ যায় ভেসে
বারি বহে রুধিরেতে কান্নায় আজি দেশে।
ক্লীবতার অবতারে হিংস্র ও ক্রুরতার
হিস হিস রব ধ্বনি হানিতেছে বারে বার।
কলুষতা গ্রাসে ধরা ধ্বংসের কাঙারেতে
উপণিত আজি প্রাণ রক্ষ সে ফাঁদ পাতে।
চলো আজি রচিবারে সাদা কালো তারে ধরি
উদ্ধারে ধরা তারে সাম্যের ভিত গড়ি।