Sanjay Karmakar
onrSoetspdt1g49f2a3f62cmghtc39cl57i6i0m85gh6c1auh
1fiit4t61l9 ·

ভবপারে কি রয়েছে দ্বারে, পারাবারে;কী রয়েছে ঋণ!! হাসিতে কাঁদিতে বিষাদ ও হরষে, কাটে প্রাণ পরপারে হয় লীন।।। কেনই জীবন মৃত্যু কেনই -কেনই কালের ছলে, কেনই বিধাতা ছলনায় তার প্রাণের প্রদীপ জ্বালে।।
সৃষ্টি স্থিতি; ধ্বংস ও লয় নভঃ লোকে বারে বারে,বিকশিত প্রাণ বোধদয়ে তার উদিত শিখর প'রে।। জানি আছি নাই জানি কালেরই গহ্বরে, আদি অনন্ত হতে আছি হতে নাই ভ্রমিতেছি বারে বারে।
কি সে অভিপ্রায় কোন সে বিধায়;  এ নভঃ আলয়ে-বিধাতা গড়িতেছে ধরা তারে, তট পরে।।বারে বারে।
হুঁশে নাই জরা; বোঝে নাতো তারা কি সে মনোহরা!! অহং এ তে মাতি ভ্রম তারি প্রীতি-ভ্রমে ভবলোক কালে।হিংসা ও দ্বেষে দেশে আর দশে  তারা গরল নিয়েছে গ'লে;  শুধু  চেনে নাই  নিহিত নীহার-রহে তারি পদতলে।।
আমি তো চিনেছি আপনো দুয়ার প্রশান্তির ওই দ্বারে/ আছি হতে নাই গ্রুঢ় সে বিধায় আপনার অন্তরে।
তাই প্রেম প্রীতি সদা তারি গীতি গাহিতেছি ধরা তলে, হিংসা ও দ্বেষ অবসানে তার সে জ্ঞান স্ত্রোত্র বলে।।
জানি আছি নাই জানি কালেরই গহ্বরে, আদি অনন্ত হতে আছি হতে নাই ভ্রমিতেছি বারে বারে।
ভবপারে কি রয়েছে দ্বারে, পারাবারে;কী রয়েছে ঋণ!! হাসিতে কাঁদিতে বিষাদ ও হরষে, কাটে প্রাণ পরপারে হয় লীন।।। কেনই জীবন মৃত্যু কেনই -কেনই কালের ছলে, কেনই বিধাতা ছলনায় তার প্রাণের প্রদীপ জ্বালে।।