Sanjay Karmakar
17m  ·

এবার পূজা নির্যাতিতা
তিলত্তমার হাত ধরে-
এবার পূজা রুদ্র মায়ের
মমতার ওই নিধন তরে।।
রইবে না আর কোমল স্নেহ
সইবো না আর শতেক জ্বালা,
এবার ক্রোধের বহ্নি দহে
এবার অসুর বধের পালা।।
বাজা কাশর ঢাকের বুলি
চৌদিকেতে রণের ভেরী,
আয় রে সকল চিণ্ময়ী মা-
আয় রে আজি ভাসাই তরী।।
লুটায় যারা আব্রু সকল
ক্ষমতার ওই আলিন্দেতে
হিঁচড়ে টেনে বাহির এনে-
নিবই আজি মান লুটে।।

এবার পূজা নির্যাতিতা
তিলত্তমার হাত ধরে,
এবার পূজা রুদ্র মায়ের-
মমতার ওই নিধন তরে।।

এবার পূজা শপথ তার ওই
বদলা আর ঐ প্রতিশোধের,
এবার পূজা বোধদয়ের-
রক্ষ রানীর পতন ত'রে।।
মান নাই যার বোধের বালাই
দুই পায়ের ঐ দানব যিনি-
পূজোয় এবার অকাল বোধন
করতে রে চ্ল বিকিকিনি।।

এবার পূজা নির্যাতিতা
তিলত্তমার হাত ধরে-
এবার পূজা রুদ্র মায়ের
মমতার ওই নিধন তরে।।