Sanjay Karmakar
Top Contributor
· eoSdtspnro8naJ0i190out3mfu7g2g4uwlf92l0au7f882988csf6hgf71f
·
হাত হতে হাত ডুবলো নদেয় বাক্যি হলো শুরু
দড়াম করে বন্ধ দোরে বেশ তো দিলে গুরু।।
বিজন খাঁচার বিহগ আজি উড়ান শুরু তার
চায় না সে আর পিঁঞ্জরেতে বইতে গুরু ভার।।
দূর হতে দূর দূরান্তরে মিলতে ডানা তারি
বীণার তারের ঝঙ্কারেতে সুদূর দিতেই পাড়ি-
শব্দ বাণে বিদ্ধ করে খল ও ছলের খেলা
মুহুর্মুহু আছড়ে পেড়ে-ভাঙবে রে এইবেলা।
হিংসা যত হিংস্র ক্ষতো ভরতে সে ক্ষত প্রাণ দিয়ে
লইনু সে পণ শ্বাপদ যাহা খেলবো তাদের স্কন্ধ লয়ে।
রুধির ধারায় রিক্ত যারা হারামখোরের দন্ত নখে
দন্ত নখর উপড়ে নেবো-তাদের রাজে দস্তকেতে।।
জীর্ণ যাহা সমাজ বিধায় মুষ্টি ধরি শক্ত করি
উড়ায় সে ধূল বিজন কানন আয় রে সোনার দেশ গড়ি।।