Sanjay Karmakar
Just now  ·

আমরা কবি জগাই মাধাই ধনের তরে দেশ লুটি
নেতা কেতায় ছিঁটাই চোনা নই গো শোনো চ্যাংলা-পুঁটি।।
আইলে হ্যালায় দিল্লি যদি
এই হ্যালারা পাইতো গদি??
আর আমাগো হালৎ কী আর!! আয় নি তাই লুটতে ছুটি।।

মানচিত্রে ফাটল ধরায় পারতো কি কেউ হ্যালার রাজে
মুরাদ তো নাই দান্ডি খুড়ার হ্যালায় দিলো বেগুন ভেজে।।
আমগো কী আর মান সীমনা
ন্যাতা গুলাই ঢেল ঢ্যামনা,
আইলে কবি মানছি বটে-জাগতো এ দেশ সোনার তেজে।।