এম্বুলেন্সের হুটারের আওয়াজ আর ভি.আই.পি ও ভি.ভি.আই.পি দের গাড়ির হুটারের আওয়াজ বদল চাইছি কারণ ইমারজেন্সি হুটারের আওয়াজে পথ ছেড়ে দিতে ত্রস্ত্র হয়ে পড়ি কিন্তু ভি.আই.পি ও ভি.ভি.আই.পি দের ক্ষেত্রে আমি এমনটা করতে একদম রাজি নই। আজ কলি যুগে ভি.আই.পি ও ভি.ভি.আই.পি এরা রক্ষ রাক্ষস আর দেশখোড় ছাড়া আর কিছুই নয়।। আওয়াজ তুলুন কবিতা লিখুন।। আমাদের ফোরামে বেশ কয়েকজন হুটারওলা আছেন অন্তত তাদের কানে ঢুকুক সেই বার্তা। এদের হুটারের আওয়াজে অরিজিনাল এম্বুলেন্সটাই আটকে থাকে জ্যামে।। পথেই মৃত্যু হয় ভিকট্রিমের।। এটাই আমার আজকের কবিতা।
একজন দেশ খায় ঘুষ খেকো কাঙালি
আমি চাই দেশ সেবা খাঁটি আমি বাঙালি।।
রুগী নাকি ওরা সবে যারা চলে হুটারে
মার পাছা কশে লাথি সেই সব ব্যাটারে।।
আর যারা ঘুষ দেয় কশেরুতে নাই জোর
সাথী হব বল দিতে ফোন দিলে ভরপুর।।
দেওয়ালেতে ওয়ালেটে লেখা আছে সেই কথা
তবু কেনো তোষণের ভ্রষ্ট সে ইতিকথা??
বোঝা হয় লাঠি সম ভাঙে বল সহজেতে
তবু কেনো একতার সমাজেতে নাই দিশে!!
আমি কবি লিখে যাই মনে যাহা আলপোনা
চাহি আমি জমি সে তো সাম্যের বীজ বোনা।।