Sanjay Karmakar
ptsorSdneo993l80gu8uh1g1iuf5m4g48035471h8143la637m1iuu198tgt·

আয় রে সখী ঝুলতে চলি দোদুল দোলে দোলনাতে, চন্দ্র যেথায় আলোক ধারায় কনক সুধায় মন মেতে।। উদ্ঘাটনের এই যামিনী আয় সখী মন সম্ভোগে, আজ সজনী কাম আর ভোগে মিলন সুধায় আজ রাতে।।
মানবো না আর বাঁধন আজি বলুক না আজ মন্দ কেহ/ আজ রজনী বল্গা বিহীন মাখবো সে ধন তোর ওই স্নেহ।। মাখবো সে ধন তোর ওই স্নেহ।।
আকাশ তারা গাইবে গীতি সলাজ চোখে রাত ভোরে/ কুহক তোর ওই অঙ্গ সুধায় রাত দেব আজ পার করে।।
মন বলাকা ডানায় ভেসে চল উড়ি আজ অচীন পুর/ যেথায় নদেয় মিল মোহনা উথাল পাথাল জলের ঢেউ।।
মন বলাকা ডানায় ভেসে চল উড়ি আজ অচীন পুর/ যেথায় নদেয় মিল মোহনা উথাল পাথাল জলের ঢেউ।
আয় রে সখী ঝুলতে চলি দোদুল দোলে দোলনাতে, চন্দ্র যেথায় আলোক ধারায় কনক সুধায় মন মেতে।। উদ্ঘাটনের এই যামিনী আয় সখী মন সম্ভোগে, আজ সজনী কাম আর ভোগে মিলন সুধায় আজ রাতে।।
আজ সজনী কাম আর ভোগে মিলন সুধায় আজ রাতে।।