Sanjay Karmakar
Top contributor
  ·   ·
"আর জনতা"

আম জনতা ভূষের ছাতু একই তুলায় মাপা
আমি নাহয় বলছে পাগল পাড়ার রামু খ্যাপা।।
জাগতে লাগে দুইশো বছর
ও কবি তুই বাজা কাশর,
এ যুগে তুই আর পাবিনে-জুঁই বেনুনির খোপা!!

"দিল হলো খুশ ভারি"

বৃষ্টি বাদল আজ রে মাদল
দিল হলো খুশ ভারি
বাজা কাশর দে রে ঊলু
পুষ্প ডালায় ধরি!!

"কোটা"

কোটার কোটা
ফলন তার ওই
গোবর ঘুটা।।

"খাঁচায় ধরা ইঁদুর"

আশী বলো কাশি বলো কিংবা বাসি পঁচা
তোমরা ইঁদুর আমরা জানি রাখতে কোথায় খাঁচা।।
খাঁচায় ধরা ইঁদুর পুষি
খাওয়াই পঁচা গমের ভূষি,
কেউ করেনা ফোঁষ তো জেনো-আমরা যে রই খাসা!!

তাইলে কবি বুঝলে ভালো আর কোরোনা আশা
তোমার আশার জলাঞ্জলি দিলাম তো ভাই কশা।।
যেমন ধরা চলছে ধনে
আমরা অমোঘ রণ আর পণে,
মানলে ভালো নারাজ হলেও-সইবে এমন দশা!!

"সরকারি কর্মী"

সরকারি কর্মী!!
নাক উঁচু স্বভাবে
ভিক্ষান্বেষু স্বঃ।।