Sanjay Karmakar
Top Contributor
· ·
আর নাই সওয়া সয়-ই আজ খেলা প্রতিরোধে
হৃদ মনে আজি হাওয়া-বহ্নিতে বহে ক্রোধে।
দাবদাহে জ্বলে প্রাণ রাজা তারি কালা বোধে
আর নাই সওয়া সয়-ই আজ খেলা প্রতিরোধে।
ভেঙে হবে খান খান হীরকের রাজা সবে
পণ আজি রণ দিবে-আর নাই প্রীতি বোধে।
আর নাই সওয়া সয়-ই আজ খেলা প্রতিরোধে
হৃদ মনে আজি হাওয়া -বহ্নিতে বহে ক্রোধে।