Sanjay Karmakar
Top Contributor
· 1d ·
আজ বাড়িতেই হাতি দেখি
বনের পথে হটাৎ হাতি রিক্স বহুত ভাই
বাড়ির মাঝে শান্ত হাতি অনেক ভালো তাই।
জীবনহানি হতেও পারে পথে হাতির তাড়া
লাথ দিলে পেটঁ ফাটঁবে পটাশ- ঘাটেই যাবে মরা।
থাক না মাহুত করুক চিটিং চিচিং ফাঁকের দেশে
দু দশ টাকা জলেই না হয় হাতি দেখার আশে।।
হাতি পেলাম প্রণাম পেলাম শুঁড় গায়েতে হাত
তাও বোলালাম বিবি গোলাম লম্ফে বাচ্চা মাত।
সারা গাঁ-য়ে ঘুরলো মাহুত চাঁদার চাওয়া চাওয়ি
আজ বাড়িতেই হাতি দেখি রোজ তো দেখি গাই-ই।।