Sanjay Karmakar
rotopedsnSc815h9651fa1lf58a6u9u44i525c35m00mfmu91101u6l95u7h ·
এ মন আমার হারিয়ে কোথায় কোন বনে/ ফাগুন হাওয়ায় কাশের দোলে তার সনে।।/ মাদল বাজে হিয়ার মাঝে চৈতী হাওয়ায়/ আর পারাবার পার হয়ে মন-তার ঐ কায়ায়।।
দীপ্তি তার ওই হীরের দ্যুতি ছড়ায় মনে / ছুটতে চলি এ মন ভুলি প্রেমের গাঙে।। / ওপার দেশে আঁধার তমার নিকষ কালি/ নাই সে হৃদয় গগন নীলে সকল ভুলি।।
জহর তার ওই বিষের ছোবল প্রেমের নদে/ প্রাপ্তি ভেবেই কণ্ঠে সে বিষ জড়াই হৃদে।।/প্রশান্তির ওই অরুণ আভায় বইতে চলি/ হলাহলের ছোঁয়াচ বুকে এ মন ভুলি।।
ভ্রান্তি যদি ঘনায় আঁধার আমায় পাবে / হলাহলই জড়িয়ে গলায় তুলবো নাও এ।।/ এ পথ আমার স্বপ্নপুরের পথের দিশা/ জ্যোচ্ছনা আলোক রঙ ছড়াবে কাটবে নিশা।।
এ মন আমার হারিয়ে কোথায় কোন বনে/ ফাগুন হাওয়ায় কাশের দোলে তার সনে।।/মাদল বাজে হিয়ার মাঝে চৈতী হাওয়ায়/ আর পারাবার পার হয়ে মন-তার ঐ কায়ায়।/ আর পারাবার পার হয়ে মন-তার ঐ কায়ায়।/ আর পারাবার পার হয়ে মন-তার ঐ কায়ায়।