এ কেমন বদ্যি
Sanjay Karmakar
·
এ কেমন বদ্যি এ কেমন বদ্যি নিজের ওই সর্দি
পারে নাকো ঝাড়া নাকে দেয় শুধু ফর্দি।।
বড়দি ও ছোড়দি
চলো ওকে ছেড়ে দি,
ডাহা ফেল বদ্যিরে চলো আজ মার দি।।
টিক্কি আমার খাড়া
ও রে দাদা কন কি ওসব-ভয়েই হই সারা
মরণ এলে যেতেই হবে!! সত্যি ভুতের পাড়া!!
ও মলো তুই ছাতার মাথা
সকাল সকাল এসব কথা,
কস না ও রে এসব শুনে-টিক্কি আমার খাড়া!!
বুকের ভিতর
বুকের ভিতর!! পারবো নি বাপ-প্রেসার যাবে বেড়ে
হৃদ যন্ত্র বিগড়ে গিয়ে শয্যা নিব ঘরে!!
তার চেয়ে কিছু কান্না ভালো
দুঃখ গরল বেড়িয়ে গেলো,
নিরোগ রবো খাস্তা খাসা-মরবো না দুখ শরে।।
তাক ধিন তা
তাক ধিন তা তাক ধিন তা ধিনাক ধিনাক তাক
আর কি ক'ব আর কিছু নাই আছে শুধুই বাক।
তা দিয়ে রণ করতে চলি
খিস্তি খামার গালাগালি,
অ কবি তুই পার পাবিনে-চুপটি করে থাক।