দেখ দেখ স্বদেশ,তোমার আঙ্গিনা দেখ, আবারো রক্তময়,
নয় নয় নয়,অশ্রু বা আবেগে,আর কোন সমাধান নয়।
বিচারকের চেহারায় ভণ্ড ঈশ্বর, চারিদিকে শুধু অবিচার,
বিচার চাই না,বিচার চাই না, চাইব না কভু আর ।
এক হও বাঙ্গালী, এক হও আবার, একাত্তরের মতো,
ধ্বংস কর, ফ্যাসিবাদের স্নায়ুতে,প্রতিবন্ধি বিবেক যত।
জাগো জাগো, বাঙ্গালী জাগো,অবাক অভ্যুদয়
মুক্তির বীর দুয়ায়ে আজি, আমাদের কিসে ভয়?
ওরা এসেছে, জয় করেছে,ভয়াল অন্ধকার,
যুক্তির সংগ্রাম, কে রুখবে? আছে সাধ্য কার!
আলোর ভুবনে কাটুক আঁধার, জেগে উঠুক উজ্জ্বল রোদ্দুর
জেগে উঠো, জেগে উঠো, স্বদেশ, যেতে হবে বহুদুর।
জ্ঞানের মিছিলে,সূর্য সভায়,মুক্তির যত স্লোগান,
রক্তের ঋণে ধ্বংস কর, মৌলবাদী জঙ্গির উত্থান।
কলমে স্পর্শে , মুক্তির দাবি, আরো তীব্রতর
ওরা এসেছে,জনতার এইবার নির্ভয় কণ্ঠস্বর।
বিচার নেই,বিচার নেই,শাসকের নেই কোন দায়,
রক্ত দিয়ে লিখো বাংলা, অবিচারের যত রায়।