সবার জন্য খোলা চিঠি এবং ই-ম্যাগাজিন

প্রিয় কবি সমাজ,
শুভেচ্ছাসহ শুভকামনা,
অনেকদিন পর বাংলা কবিতার পাতায় ফিরে আসলাম। খুব ভালো লাগছে নতুন নতুন কবিদের দেখা পেয়ে। সবার লিখার মাঝে নতুনত্ব। সম্প্রতি বাংলাদেশে লেখকদের উপর আক্রমনের ঘটনাগুলো নিয়ে আপনারা সবাই অবগত আছেন। আমিও হুমকির সম্মুখীন। মৌলবাদীরা আমি এবং আমার পরিবারকে নানা ভাবে হয়রানী করছে। যার কারনে আমি এবং আমার পুরো পরিবার আজ দেশান্তরি। আমি আমার ফেসবুক আপতত বন্ধ রেখেছি। আপনারা আমার ওয়েব সাইটে স্ট্যাটাসগুলো নিয়মিত পাবেন। আমি ১৯৯৯ সাল থেকে এখনো পর্যন্ত মৌলবাদীদের নানা ভাবে নির্যাতন ও ভয়ভীতির সম্মুখীন হয়েছি। উইকিপিডিয়াতে এই বিষয়ে বিস্তারিত পাবেন। তাই আগে “চরমপন্থি কবি”  ছদ্মনামে লিখতাম। এখন জীবনের প্রতি এক ধরনের অনিহা চলে এসেছে। তাই চিন্তা করলাম, দেখি মৌলবাদীরা কত দূর যেতে পারে।  আপনার আমার জন্য দোয়া করবেন।

আমি সম্প্রতি পাক্ষিক ই-ম্যাগাজিন প্রকাশের উদ্বেগ নিয়েছি। আপনারা যারা লিখতে চান, তারা আমার ইমেইল এ লিখতে পারেন কিংবা বাংলা কবিতায় কবিতা প্রকাশের পর মন্তব্যের ঘরে লিখতে পারেন, ই-ম্যাগাজিন এর জন্য। বাংলা কবিতার এডমিন সহ আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।

বিনীত,
আপনাদেরই
সৈয়দ জাহেদ হোসেন
email: syed.cambridge@gmail.com
sjhossain.blogspot.com