বিশ্বাস রাখো সুদিন আসবে,
যাযাবর সময়গুলো ক্ষণিকের,
রাত্রি শেষ হবে,
আমরা আর যোদ্ধা থাকব না।
এই শূন্য প্রান্তরে সূর্য উঠবে একদিন,
আলোময় হবে চারদিক,
দিগন্তের খোলস ভেঙে সূর্য যেদিন জাগবে,
পরাজিত হবে ভণ্ড ঈশ্বর।
অনেক তপস্যা সত্ত্বেও তার আকাশ মেঘমুক্ত নয়,
মাতাল জল ছাড়া মাটির গন্ধ শোঁকেনি কখনো,
অপেক্ষা অপেক্ষা তবে ঝুলিয়েছে দিন কাল।
আমরা সবুজ শৈবাল স্বচ্ছ জলে,
আমরা কখনো ছিটকে পড়ি না তার ঘূর্ণিতে,
আমরা পৃথিবীর এপ্রান্ত ও প্রান্ত ছুটে চলি,
আমরা বিবেকের পথ সৃষ্টি করি,
আমরা অস্তিত্বহীন নই,
আমরা অসহায় নই,
আমরা যুদ্ধ করি অস্তিত্বের সাথে
একদিন যুদ্ধ শেষ হবে,
সুদিন আসবে, যাযাবর সময়গুলো মুখ লুকাবে,
আমরা আর যোদ্ধা থাকব না।